দ্য রিপোর্ট প্রতিবেদক: তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বিশেষ বর্ধিত সভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৩০ জুন) অনুষ্ঠেয় এই সভায় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার, কাউন্সিলরাও অংশগ্রহণ করবেন। জেলা ও থানার নেতাদের পরে এবার ইউনিয়ন পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভা শুরু হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত কাউন্সিলার (দলীয়) এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৭ জুলাই ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের নেতাদের জন্য বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
দ্য রিপোর্ট / টিআইএম/৩০ জুন ২০১৮