দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ে যোগ্য দাবিদার হিসেবে খেলতে এসেছে ফ্রান্স। ফুটবল বোদ্ধারা ফরাসিদের চ্যাম্পিয়নের তালিকায় ওপরের দিকেই রেখেছেন। অন্যদিকে বাছাইপর্বের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বেও খুড়িয়ে খুড়িয়ে পেরিয়েছে আর্জেন্টিনা। তবে নকআউটে কোন দল জয় পাবে তা মাঠেই প্রমাণ হবে।

শনিবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান এরিনায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

তরুণ প্রতিভা, শক্তি, সামর্থ্য, দলীয় ইমেজ সবদিক থেকেই ফ্রান্স ফেভারিট। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের কিছুটা গুছিয়ে ওঠা আর্জেন্টিনা ছেড়ে কথা বলবে না। আর আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালো খবর হচ্ছে বিশ্বকাপ মঞ্চে ফ্রান্সের কাছে কখনো হারেনি আলবিসেলেস্তারা!

যদিও বিশ্বকাপে মাত্র দু’বারই ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ১৯৩০ ও ১৯৭৮ সালে এ দু’বার অবশ্য গ্রুপ পর্বে খেলছিল তারা। আর চমকপ্রদ তথ্য হচ্ছে সেই দু’বারই ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ সালেতো ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।

এদিকে শুধু বিশ্বকাপ আসরেই নয়, ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনা বেশ এগিয়ে আছে । এখন পর্যন্ত নয়টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছে মাত্র দুবার। চারটিতে জিতেছে। বাকি তিন ম্যাচ ড্র।

এছাড়া ১৯৮৬ সালের পর কখনো ফ্রান্সের কাছে আর্জেন্টিনা হারেনি। অবশ্য এরপর দুই দলের দেখাই হয়েছে দুবার। সর্বশেষ দেখা ২০০৯ সালে। গত ৯ বছরে দুই দলের কোনো ম্যাচ হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ৩০, ২০১৮)