দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রথম অন্ধ বিচারক হিসেবে রবিবার (১ জুলাই) কাজে যোগ দেবেন ইউসুফ সালিম। ২৫ বছর বয়সী এ যুবক গত ২৬ জুন পাঞ্জাব জুডিশিয়ারি একাডেমিতে আরও ২০ জনের সঙ্গে শপথ গ্রহণ করেন। খবর- গাল্ফ নিউজের।

ইউসুফ সালিম বলেন, ১ জুলাই সিভিল বিচারক হিসেবে কাজে যোগ দিচ্ছি। ছয় মাস প্রশিক্ষণের পর আমি আনুষ্ঠানিকভাবে বিচারকের দায়িত্ব পাব। তবে এখানেই ইউসুফ সালিমের স্বপ্নের শেষ নয়। তিনি সুপ্রিম কোর্টের বিচারক হতে চান এবং শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্বও পালন করতে চান।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এ গোল্ড মেডেলিস্ট ২০১৪ সালে জুডিশিয়ারি পরীক্ষায় প্রথম হন। তবে প্রথমে তাকে এ পদের জন্য যোগ্য বিবেচনা করা হয়নি। বিষয়টি জানার পর দেশের প্রধান বিচারপতি সাকিব নিসার এ বিষয়ে পদক্ষেপ নেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০১, ২০১৮)