দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

রবিবার (১ জুলাই) সকালে উত্তরাখণ্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর- টাইমস অব ইন্ডিয়া, স্কাই নিউজ, শিনহুয়ার।

পুলিশ জানিয়েছে, পৌরি গারওয়াল জেলার দুমাকট এলাকায় যাত্রীবাহী বাসটি একটি গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার সকালে বাসটি উত্তরাখণ্ডের বোয়ান থেকে রামনগর যাচ্ছিল। পৌরি গারওয়াল জেলার ননিধন্দ এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অন্যদের মৃত্যু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা দীপেশ চন্দ্র কালা বলেছেন, দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। এখন হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০১, ২০১৮)