কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপির তো জয়লাভ করার কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রবিবার কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমরা আশা করি নির্বাচনে সব দলই অংশ নিবে। কেউ যদি তার সাংগঠনিক ব্যর্থতার কারণে নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের দায়িত্বের ব্যাপার। এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই।’

হানিফ বলেন, ‘বিএনপি নামক রাজনৈতিক দলটিই হলো সন্ত্রাসী দল। এটা দেশেই শুধু না, আন্তর্জাতিক মহলেও এটা প্রতিষ্ঠিত হয়েছে। কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে একটা সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছেন।’

বিএনপির প্রসঙ্গে হানিফ আরো বলেন, ‘জাতীয় ঐক্য করতে উনাদেরকে কে নিষেধ করছে। উনারা কোন জাতীয় ঐক্য করতে চান? আমাদের ঐক্য জনগণের সঙ্গে। আওয়ামী লীগ জনগণের শক্তির বলে শক্তিবান। আওয়ামী লীগের সঙ্গে জনগণ আছে। জনগণ যত দিন আওয়ামী লীগের সঙ্গে আছে, তত দিন কোনো শক্তি দিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা যাবে না। সরকার পতন তো দূরের কথা, কিছুই করার ক্ষমতা তাদের নেই।’

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘খুলনায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। গাজীপুরে হাসান সরকারও নিজ কেন্দ্রে পরাজিত হয়েছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত যে, বিএনপির প্রতি জনগণের কোনো আস্থা নেই। বিএনপির প্রতি জনগণের কোনো আকর্ষণও নেই। এটা একটা গণধিকৃত দল। এই দল আর বাংলাদেশে কোনোদিনও ক্ষমতায় আসবে এটা আর জনগণ ভাবছে না।’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০১, ২০১৮)