দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীর চরে ময়লার ড্রেনে পাঁচ বছরের শিশু তলিয়ে গেছে। দুপুর সাড়ে বারটার দিকে পূর্ব রসুলপুর এলাকায় ময়লা-আবর্জনার খালে ইমন নামে পাঁচ বছরের শিশু তলিয়ে যায়। ফায়ারসার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে দুপুরে ইমন ও হৃদয় নামে দুই শিশু খেলার সময় ডোবার পানিতে পড়ে যায়। এসময় হৃদয় উঠে এলেও ইমন পানিতে তলিয়ে যায় বলে হৃদয় জানায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ডুবুরিরা ময়লা পরিষ্কার করে শিশুটির এখনও সন্ধান চালিয়ে যাচ্ছে।

কামরাঙ্গীর চর থানার এএসআই জিয়া জানান, নিখোঁজ শিশুর সহপাঠির দেয়া বক্তব্যের প্রেক্ষিতে ডুবুরিরা ইমনের সন্ধানে কাজ করছে। নিখোঁজ ইমনের মা কুলসুম বেগম জানান তার ছেলেকে ডুবে যেতে দেখেছে হৃদয়।

কুলসুম বেগম পূর্ব রসুলপুর ২ নং গলির মকবুলের বাড়িতে ভাড়া থাকেন। ইমনের বাবা নেই। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার নিলয় তারার সঙ্গারচরে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০১,২০১৮)