নিহতদের বেশিরভাগই দেশের সংখ্যালঘু শিখ ও সনাতন সম্প্রদায়ের বলে জানিয়েছেন নানগাহার স্বাস্থ্য বিষয়ক পরিচালক নাজিবুল্লাহ কামাওয়াল।
বিবিসি জানিয়েছে, নানগারহারের পূর্বাঞ্চলের শহর জালালাবাদে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে শিখ নেতাদের বৈঠকস্থলের পাশেই ওই হামলা চালানো হয়।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় শিখ ও সনাতন ধর্মাবলম্বী নেতারা গাড়িতে করে বৈঠকস্থলের কাছে পৌঁছানোর পরই তাদের ওপর ওই হামলা চালানো হয়।
তবে হামলার সময় আশরাফ গনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই ‘কাপুরুষোচিত’ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস।হামলায় ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনের একমাত্র শিখ প্রার্থী অবতার সিং খালসা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০২,২০১৮)