দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে রবিবার (১ জুলাই) দুপুরে ডোবার পানিতে পড়ে নিখোঁজ শিশু ইমনের সন্ধান এখনও মেলেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা সোমবার (২ জুলাই) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, সকাল থেকে উদ্ধার অভিযানকালে শিশু ইমনের পায়ের এক জোড়া প্লাস্টিকের স্যান্ডেল পাওয়া গেছে। এখন ইমনকে খোঁজা হচ্ছে।

তিনি বলেন, মিরাকল ছাড়া শিশুটিকে জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, ময়লা-আবর্জনাপূর্ণ ডোবার নিচে ১০ ফুট পানি রয়েছে। পানির নিচে সামান্য স্রোতও রয়েছে। ময়লা-আবর্জনার সাথে মিশে গেলে লাশ উদ্ধার কঠিন হবে। তবে শিশুটিকে উদ্ধারে রবিবার দুপুর থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের পাশে খেলাধুলা করার সময় রোববার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে হৃদয় নামের এক শিশু ময়লা ডোবার পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইমন নামে তারই এক বন্ধু নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। রবিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সোমবার সকাল ৭টা পর্যন্ত স্থগিত করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০২, ২০১৮)