দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তথ্য সচিব কর্তৃক নবম ওয়েজ বোর্ড গঠন কেন অবৈধ ও বেআইনি (আইনগত কর্তৃত্ব বহির্ভূত) ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২ জুলাই) নিউজপেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এ সময় রিটকারীর পক্ষের আইনজীবী ওয়েজ বোর্ডের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাইলে তা নাকচ করে দেন আদালত।

রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত মাসে নোয়াবের পক্ষ থেকে রিট আবেদনটি করা হয়। রিট আবেদনে বলা হয়, তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে নবম ওয়েজ বোর্ড গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০২, ২০১৮)