গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মনিরা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুলাই) সকালে সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হাজী গেট সংলগ্ন রেল লাইনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
মনিরা আক্তার একই ইউনিয়নের উজির ধরনী গ্রামের মোজাফ্ফর মিয়ার মেয়ে। সে লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে এ ঘটনা ঘটছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০২, ২০১৮)