গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আগে বিকেল ৫টার দিকে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা গুলশানে বৈঠকে বসবেন। ওই বৈঠকে তিন সিটির নির্বাচন পরিস্থিতি, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে আলোচনা হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০২,২০১৮)