গাইবান্ধায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হারিদাস গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- তানভীর মিয়া (৭) ও তাজিম মিয়া (৬)।
তানভীর ও তাজিম খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হারিদাস গ্রামের ফুল বাবুর ছেলে ও তালুক হরিদাস ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী শামিম বলেন, দুপুরে তানভীর ও তাজিম দুই ভাই এক সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এসময় তানভীর পানিতে ডুবে গেলে তাজিম তাকে উদ্ধার করার চেষ্টা করলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ উদ্ধার করে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০২, ২০১৮)