দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার জামিন স্থগিত হওয়ায় ৫ জুলাই ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

এছাড়া ৯ জুলাই প্রতীক অনশন পালনের ঘোষণা দিয়েছে দলটি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ জুলাই বিএনপি সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। আর ৯ জুলাই পালন করা হবে প্রতীকী অনশন। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০২, ২০১৮)