গুহায় হারানোর ৯ দিন পর ১২ ফুটবলার জীবিত উদ্ধার
দ্য রিপোর্ট ডেস্ক: থাইল্যান্ডের ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচকে গুহায় হারিয়ে যাওয়ার ৯ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছিয়াং রাইয়ের থাম লুয়াং গুহা থেকে নৌবাহিনীর বিশেষ দল তাদের উদ্ধার করে। বড় ধরনের উদ্ধার অভিযান শেষে বিবৃতিতে জানানো হয়েছে,উদ্ধার হওয়া ১৩ জনই নিরাপদে আছেন।
গত ২৩ জুন থেকে তারা নিখোঁজ ছিলেন। ভ্রমণে গিয়ে তারা একটি প্লাবিত গুহায় আটকে পড়েন।উদ্ধারকারীরা আশা প্রকাশ করেছিলেন তাদেরকে নিরাপদে উদ্ধার করা যাবে। দীর্ঘ অভিযান শেসে সফল হন তারা। তবে পানির স্রোত ও কাদায় ভোগান্তিতে পড়েন তারা।
উদ্ধার হওয়া ১২ ফুটবলার হলো মো পা বা ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের সদস্য। তাদের সঙ্গে ছিলেন সহকারী কোচ ২৫ বছরের এক্কাপোল জানথাওং।
তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদে ফটবলার ছিল ১১ বছরের ছানিন ‘‘টাইটান’’ উইব্রুন্রুগুরেয়াং। সে সাত বছর বয়স থেকে ফুটবল খেলছে। আর তাদের দলনেতা ছিল ১৩ বছরের দুয়াংপেট ‘‘দোম’’ প্রমতেপ।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৩,২০১৮)