বরিশালে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ওই গ্রামের মনির হোসেনের মেয়ে রাফিয়া (৪) ও মনির হোসেনের ভাই মো. আল আমিনের মেয়ে আয়েশা (৫)। সম্পর্কে তারা চাচাতো বোন।
স্থানীয়রা জানান, পুকুর পারে খেলা করার সময় পরিবারের সবার অজান্তে দুই বোন পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক সময় ধরে খোঁজাখুঁজির পর রাতে পুকুরে তাদের ভাসমান মরদেহ পাওয়া যায়।
গুয়াবাড়িয়া ইউনিয়নের মেম্বার কালাম বেপারি পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৩, ২০১৮)