নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মান্দা উপজেলার ঘাটপুর নামকস্থানে মঙ্গলবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার বামইন জুগিবাড়ী গ্রামের আজিজুল হক (২৫) ও তার ৭ বছরের মেয়ে তাসফিয়া খাতুন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুব আলম জানান, মঙ্গলবার বিকেলে বাবা মেয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়ি নিয়ামতপুরের জুগিবাড়ীতে সিএনজি যোগে যাচ্ছিলেন। এ সময় মান্দা উপজেলার ঘাটপুর মধ্যপাড়া নামকস্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টর সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান।

(দ্য রিপোর্ট/এআরপি/এমএসআর/জুলাই ০৩, ২০১৮)