অল্প সময়ের ব্যবধানে কদিন আগেই শেষ হয়েছে খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। দুই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট হলেও খুব একটা খুশি নন বিভিন্ন সময় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত দেখানো নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে অনিয়ম ঠেকাতে তিনি আপোষ করবেন না বলে জানিয়ে রেখেছেন।
তার আগে তিনি খতিয়ে দেখতে চান গাজীপুরের নির্বাচন। তিনি বলেছেন, খুলনা এবং গাজীপুরের পুনরাবৃত্তি তিন সিটিতে ঘটবে না বলে আশা রাখতে চান।
নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতখানি সহযোগিতা করেছে এবং কতটা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন সেটাও খুঁজে আনবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
(দ্য রিপোর্ট/একেএমএম/ জুলাই ০৩,২০১৮)