কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে প্রতিপক্ষের গুলিতে মো. ইসমাঈল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের পাহাড়তলীর ইসলামপুরে সন্ত্রাসী নুর আহমদ বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়।
আধিপত্য বিস্তার, দুই সন্ত্রাসী বাহিনীর কোন্দল এবং সরকারি খাস জমিতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
নিহত ইসমাইল কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী এলাকার লালুর ছেলে ও পেশায় ইলেক্ট্রেশিয়ান। তিনি অপর সন্ত্রাসী বাবুল বাহিনীর সদস্য।
কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ বলেন, পাহাড়ে একসময় নুর আহমদ বাহিনী রামরাজত্ব চলত। ওই বাহিনীতে ছিলেন বাবুল ও ইসমাঈল। পরে বাবুল নুর আহমদ বাহিনী থেকে বের হয়ে আলাদা বাহিনী গঠন করেন। সেই থেকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে খাস জমিতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৪, ২০১৮)