দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে’ দলটির বৃহস্পতিবার (৫ জুলাই) ডাকা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি শনিবার (৭ জুলাই) পালন করা হবে।

এ দিন বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, আজকের পূর্বঘোষিত সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। সেজন্য আগামী শনিবার বেলা ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হবে।

রিজভী ওই সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যোগ দেওয়ার অনুরোধ করেন।

একই দাবিতে আগামী ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচিটি সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এরইমধ্যে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং গুলিস্তানের ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালনের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৫, ২০১৮)