নরসিংদীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
![](https://bangla.thereport24.com/article_images/2018/07/06/Norsingdi-pic.jpg)
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।
তাঁর নাম নূরুল ইসলাম নূরা (২৯)। শুক্রবার ভোরে জেলার শিবপুর উপজেলার তাতাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরা সধারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রাত ৩টার দিকে সাত-আটজনের একটি ডাকাতদল সাধারচর ইউনিয়নের তাতাকান্দি গ্রামের সোলায়মানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা সোলায়মানের বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। বাড়ির লোকজন টের পেয়ে মসজিদের ইমামকে ফোন করে জানান। মসজিদের ইমাম গ্রামে ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। এ সময় সোলায়মান নামের এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত লোকজন তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত নূরা কুখ্যাত একজন ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে নয়টি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৬, ২০১৮)