পদ্মায় ডুবে এক বোনের মৃত্যু, আরেকজন নিখোঁজ
পাবনা প্রতিনিধি : পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকা রাধাকান্তপুর কাজীপাড়ায় পদ্মা নদীতে ডুবে জিম (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার চাচাতো বোন আঁখি (৮)।
শুক্রবার (৬ জুলাই) বিকেলে পদ্মা নদী থেকে জিমের লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ।
জিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আমিরুল ইসলাম সরদারের মেয়ে এবং নিখোঁজ আঁখি আলম সরদারের মেয়ে। তারা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে দুই বোন খেলতে খেলতে বাড়ির পাশের পদ্মা নদীতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির পর বিকেলে মৃত অবস্থায় জিমকে উদ্ধার করেন তারা। অপর শিশুটিকে পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে শনিবার সকাল থেকে অভিযান চালাবে ডুবুরিদল।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৭, ২০১৮)