পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধিতে জাকারবার্গ এই অবস্থানে এসেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স।
মার্ক জাকারবার্গ তৃতীয় অবস্থানে আসায় দেখা যাচ্ছে বিশ্বের শীর্ষ তিন ধনীর তিনজনই প্রযুক্তি ব্যবসায়ী। শীর্ষ ধনীর তালিকায় জাকারবার্গের আগে আছেন মাইক্রোসফটের বিল গেটস এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস।
ব্লুমবার্গের সর্বশেষ তথ্য বলছে, ৩৪ বছর বয়সী মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ৮১ দশমকি ৬ বিলিয়ন মার্কিন ডলার। ওয়ারেন বাফেটের চেয়ে সম্পদের হিসেবে ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলারে এগিয়ে আছেন জাকারবার্গ। এই পার্থক্যের কারণ নিজের সম্পদের বড় একটি অংশ দাতব্য কাজে ব্যয় করছেন বাফেট। মার্ক জাকারবার্গও ইতোমধ্যে নিজের সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করবেন বলে জানিয়ে রেখেছেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৭,২০১৮)