ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের পৌর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
রবিবার (৮ জুলাই) ভোররাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে পবহাটি জামতলা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব । ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, ফেনসডিলি ও ইয়াবা উদ্ধারের কথাও র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।
নিহত মাদক কারবারীরা হলেন জেলা শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাতুল ইসলাম ডিএম (৩৫) ও একই উপজেলার উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৪)।
র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ গণমাধ্যমকে জানান, র্যাবের একটি টহল দল রাতে শহরের পবহাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলি ছোড়েন। পরে পাল্টা র্যাবও গুলি ছোড়ে। এতে সাজ্জাদুর ও রাজ্জাক গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয় র্যাব। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ০৮, ২০১৮)