দিরিপোর্ট২৪ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাকতুনওয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে। করাচি থেকে পেশওয়ারগামী ওই যাত্রীবাহী বাস দুঘর্টনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর দ্য ডনের।

উদ্ধারকারীরা জানায়, আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

পেশওয়ারে গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পর সেখানে ব্যাপক কুয়াশা পড়েছে। ফলে পেশওয়ার ও আশেপাশের এলাকায় প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। এর ফলে পেশওয়ার, করাচি এবং লাহোর বিমানবন্দরেও প্লেন উঠা-নামায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৮, ২০১৩)