পাবনায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় শাজাহান মণ্ডল (৪৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার চরসাদিপুর গ্রামের একটি ইটের ভাটার কাছ থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। শাজাহান মণ্ডল একই ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শাজাহান আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন। তবে তিনি দলের কোনো পদে ছিলেন কি না, সেটি নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন চরসাদিপুর গ্রামের হানায়ের ইটভাটায় শাজাহান মণ্ডলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, কারা কী কারণে শাজাহানকে হত্যা করেছে, সেটা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন জানান, নিহত শাজাহান দলের কর্মী ছিলেন। তিনি অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ০৯, ২০১৮)