বহিস্কৃত হলেন সেলিম
সিলেট অফিস : স্বেচ্ছায় পদত্যাগ করার একদিন পর বিএনপি থেকে বহিস্কৃত হলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। সোমবার (৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র নেতাদের এক বৈঠক থেকে সেলিমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির একজন সদস্য এ তথ্য জানান।
বদরুজ্জামান সেলিম ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করছেন। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন।
জানতে চাইলে বদরুজ্জামান সেলিম এ বিষয়ে গণ মাধ্যমকে বলেন, ‘ আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই। আই ডোন্ট মাইন্ড। নো প্রবেলম। আমি গতকালই (৮ জুলাই) সভাপতির কাছে গিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগ আর আমাকে বাদ দেওয়া, মুদ্রার এপিঠ-ওপিঠ।’
(দ্য রিপোর্ট/ টিআইএম/৯ জুলাই,২০১৮)