জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি: জেলার সদর উপজেলার রাংতা গ্রামে মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাংতা গ্রামের আব্দুল আজিজের ছেলে মজিবর রহমান (৪৭) এবং তার স্ত্রী কারিমা খাতুন (৩৮)।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান বেবী জানান, মঙ্গলবার সকালের কোনো এক সময়ে স্বামী মজিবর রহমান মুরগীর খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্বামীকে উদ্ধারে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা তাদের লাশ মুরগীর খামার থেকে উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, আমরা তদন্ত করে দেখছি আসলেই ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে নাকি অন্য কিছু।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১০, ২০১৮)