খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
খুলনা ব্যুরো : খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর দোলখোলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, বাগমারা মেইন রোডের ওহাবের বাড়ির ভাড়াটিয়া মামুন হাওলাদের ছেলে মেহেদীকে বুধবার সন্ধ্যায় দোলখোলা এলাকায় দুর্বৃত্তরা পিঠে ও মুখে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মামুন জানান, নগরীর বয়রা এলাকার একটি বেসরকারি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন মেহেদী। বুধবার সন্ধ্যায় আমাদেরকে মোবাইলে জানানো হয়, মেহেদী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এই খবর পেয়ে হাসপাতালে এসে মেহেদীর লাশ দেখতে পাই। কে বা কারা কেন খুন করেছে তা অনুমান করতে পারছেন না।
খুলনা মেট্রো পলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালী সেন জানান, দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)