বাগেরহাটে ট্রাক-মাইক্রোবাস সংর্ঘষ, নিহত ১
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোকারম হোসেন (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী।
নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্দা।
আহতরা হলেন-ফরিদপুরের মনির, কামাল ও ফয়সাল। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার ঘটনাস্থল থেকে জানান, ফরিদপুর থেকে মাইক্রোবাসে মোংলায় ঠিকাদারী কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই চারজন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)