মিয়ানমারে ৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক শূন্য।
বৃহস্পতিবার (১২ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে মিয়ানমারের আবহাওয়া বিভাগের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)