কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী মিলি আক্তারকে হত্যা মামলায় স্বামী তরিকুল ইসলাম টিটুকে (৩৬) মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। তবে আসামি তরিকুল পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আকরাম হোসেন দুলাল জানান, ১৯৯৮ সালে মিলি আক্তার ও তরিকুল ইসলাম টিটুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তরিকুল ও তার পরিবার মিলির উপর নির্যাতন চালাতো। যৌতুকের টাকা না দিতে পারায় কয়েক দফায় শ্বশুরবাড়ির লোক তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সর্বশেষ ২০০৯ সালে ০৬ জুলাই বাপের বাড়িতে থাকা অবস্থায় বাড়ি থেকে ডেকে স্বামী তরিকুল ও তার পরিবারের লোকজন মিলিকে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার দিন ভেড়ামারা থানায় মিলির ভাই জাহাঙ্গীর ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১২, ২০১৮)