বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সিঅ্যান্ডবি এলাকায় বনফুলের একটি মিষ্টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশান্ত বড়ুয়া জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/এজেড/মার্চ ০৪, ২০১৪)