দ্য রিপোর্ট ডেস্ক: দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে জ্যামাইকার স্যাবাইনা পার্কে।

এন্টিগায় প্রথম ম্যাচে রেকর্ড গড়া হারের পর এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা ক্যারিবীয়রা এই ম্যাচ জিতে সিরিজ জিততে চাইবে এটাই স্বাভাবিক। কারও ঘুরে দাঁড়ানোর মিশন আর কারও সিরিজ জয়ের মিশন। এই দুইয়ে মিলে জমজমাট একটা ম্যাচের প্রত্যাশা করতেই পারে দুই দেশের সমর্থকরা।

স্যাবাইনা পার্কে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। দলে এসেছে একটি পরিবর্তন। পেসার রুবেল হোসেনের বদলে দলে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেই প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়া পেসার কেমার রোচ। অভিষেক হয়েছে অলরাউন্ডার কেমো পলের।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেট কিপার), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও কামরুল রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজ

ক্রেইগ ব্রেথওয়েট, ডেভন স্মিথ, কিরণ পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শিমরণ হেটমেয়ার, শেন ডরিচ (উইকেট কিপার), জেসন হোল্ডার (অধিনায়ক), কেমো পল, মিগুয়েল কামিন্স ও শেনন গ্যাব্রিয়েল।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১২, ২০১৮)