সেলফি তোলা নিয়ে ভারতীয়দের মাতামাতি অবশ্য নতুন নয়।
গত কয়েকবছরে বিপজ্জনক জায়গায় সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। চলন্ত ট্রেনের পাশে দাঁড়িয়ে অথবা উত্তাল সমুদ্রের কিনারায় সেলফি তুলতে গিয়ে মারা যাওয়ার খবর মাঝে মাঝেই সংবাদে প্রকাশ পায়।
আবার এমনও দেখা গেছে যে কোনও বাড়িতে আগুন লেগেছে, অথচ তার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন কেউ কেউ।
মনোবিদরা সেলফি নিয়ে এই মাতামাতিকে এক ধরনের মনোরোগ বলেই চিহ্নিত করছেন।
যে কোনও অবস্থায়, যে কোনও পরিস্থিতিতে নিজের ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা থেকেই বিপদের ঝুঁকি নিচ্ছেন মানুষ।
সেলফি-বিপদ নিয়ে মানুষকে সচেতন করতে অনেক রাজ্যেই পর্যটকস্থল বা বিপদসঙ্কুল জায়গায় সেলফি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সেলফি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে সংরক্ষিত বনাঞ্চলগুলিতেও। এমনকী কলকাতা শহরে দুর্গাপুজোর অনেক মন্ডপেই সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১২, ২০১৮)