দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার (১৪ জুলাই) সকালে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংক্ষিপ্ত বৈঠকে সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিদল ও জঙ্গিদলগুলোর বিস্তাররোধে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

নজরুল ইসলাম জানান, প্রধান শেখ হাসিনা এ সময় বলেন, বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদের ঠাঁই হবে না। সে লক্ষ্যে তার সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে।

বৈঠকে দুই দেশের পারস্পারিক বিষয় ও অভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এর আগে ১৩ এপ্রিল (শুক্রবার) তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৪, ২০১৮)