বেনাপোলে ৫০ হাজার ইউএস ডলারসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলোর পুটখালী সীমান্ত এলাকা থেকে ৫০ হাজার ইউএস ডলার ও একটি মোটরসাইকেলসহ আক্রারুল (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুটখালী সীমান্তবর্তী খলসী বাজার এলাকা থেকে শনিবার দুপুরে তাকে আটক করা হয়েছে।
আক্রারুল পুটখালী গ্রামের পশ্চিম পাড়া ইউসুফ আলীর ছেলে।
বিজিবি ২১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সোয়েল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তবর্তী খলসী বাজার এলাকায় অভিযান চালিয়ে আক্রারুল ইসলামকে আটক করে বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে তাকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৪, ২০১৮)