ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় সেরা বেলজিয়াম
দ্য রিপোর্ট ডেস্ক: শেষ চারে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল বেলজিয়ামের।
সোনালি প্রজন্ম নিয়ে এসেও তারা পারেনি ফাইনালে উঠতে। তাই গড়া হয়নি তাদের ইতিহাস। হ্যাজার্ড-লুকাকুদের সেই স্বপ্ন পূরণ না হলেও স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়েছে। ম্যাচে তারা জিতেছে ২-০ গোলে।
সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচে বেলিজিয়ামের জয়ের নায়ক টমাস মুয়েনিয়ার ও এডেন হ্যাজার্ড।
তারা এগিয়ে যায় ম্যাচের শুরুতেই টমাস মুয়েনিয়ার গোলে। নাসের চাডলির চমৎকার ক্রসে এই বেলজিয়ান ডিফেন্ডার অসাধারণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।
এই এক গোলে বেশ কিছুক্ষণ এগিয়ে ছিল বেলজিয়াম। ইংল্যান্ড শত চেষ্টা করে ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডর এডেন হ্যাজার্ড। ৮২ মিনিটে ডান প্রান্ত থেকে পাওয়া ক্রসে চমৎকার শটে বল জালে জড়াতে একটুও ভুল করেননি বেলজিয়ান মিডফিল্ডার।
এই জয় আসরে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বেলজিয়ামকে। আর ইংল্যান্ডকে আবারো হতাশ হতে হয়েছে।
অবশ্য আসরের গ্রুপ পর্বেও এই ইংল্যান্ডকে হারিয়েছিল বেলজিময়াম। সে ম্যাচে হ্যাজার্ড-লুকাকুরা জিতেছিল ১-০ গোলে। এবার স্থান নির্ধারণী ম্যাচে পেয়েছে আরো বড় ব্যবধানে জয়।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৪, ২০১৮)