দ্য রিপোর্ট প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালত শুনানি শেষে ফারুকের জামিন নামঞ্জুরের আদেশ দেন।

শনিবার দুই দিনের রিমান্ড শেষে ফারুককে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

গত ৩ জুলাই ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়।

উপাচার্যের বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতায় জড়িত ছিলেন এবং পুলিশকে মারধর ও কর্তব্যে বাধা দেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)