সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিলেট প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৪২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৫ জুলাই) দুপুরে মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমার খাজাখালু গ্রামের মাহবুবুর রহমান (২৫) এবং জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার চাতড়ি গ্রামের কাজল পাত্র (৪৫)। এদের মধ্যে মাহবুব মোটরসাইকেল আরোহী ছিলেন।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।
ওসমানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই পলাশ জানান, এ ঘটনায় ৪২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৫, ২০১৮)