গাইবান্ধায় একাধিক মামলার আসামি ইয়াবাসহ আটক
গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস্ব গ্রাম হতে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আহম্মেদ আলী (২৯)। তিনি ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস্ব গ্রাম থেকে ৮০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ আহম্মেদ আলীকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এছাড়া আটক আহম্মেদ আলীর বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান ওসি।
(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ১৭, ২০১৮)