বেনাপোল থেকে ১ কেজি স্বর্ণবার উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মিলন হোসাইন (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
বুধবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে বেনাপোল বাজার থেকে বাহাদুরপুর সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে বাহাদুরপুর বাজার হয়ে ভারত সীমান্তে যাবে। এরপর বিজিবি সদস্যরা বাহাদুরপুর সড়কে আগে থেকে গোপন অবস্থানে থাকে। এসময় মিলন হেঁটে যাওয়ার সময় তার সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম এবং বাজার মূল্য ৫৫ লাখ টাকা।
বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৮, ২০১৮)