দু’বছরে ১ লাখের বেশি ধর্ষণ ভারতে
দ্য রিপোর্ট ডেস্ক : দু'বছরে ১ লাখের বেশি ধর্ষণের অভিযোগ। দেশের নারী নির্যাতনের এমনই লজ্জাজনক তথ্য বুধবার প্রকাশ্যে এসেছে । সংসদে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। খবর এই সময়ের।
তিনি জানান, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ১লাখ ১০ হজার ৩৩৩টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যেই ২০১৬ ৩৮,৯৪৭ টি অভিযোগ জমা হয়েছিল। ২০১৫ তে ৩৪৬৫১ টি এবং তার আগের বছরে ৩৬৭৩৫ টি অভিযোগ জমা পড়েছিল।লিখিত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী আরো জানিয়েছেন,২০১৬ সালে ৩ লাখা ৩৮ হাজার মহিলার বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছিল। ২০১৫-তে সেই সংখ্যা ছিল, ৩ লাখ ২৯ হাজার এবং ২০১৪ সালে ৩ লাখ ৩৯ হাজার এমন অভিযোগ দায়ের হয়েছিল।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৮,২০১৮)