বলে পা রাখার আগেই ‘গোল’ রোনাল্ডোর!
দ্য রিপোর্ট ডেস্ক: এখনও জুভেন্তাসের হয়ে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অথচ রোনাল্ডোকে নিয়ে পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। জার্সি বিক্রির প্রথম দিনেই জুভেন্তাস গোলের পর গোল দিয়ে রাখল। মরসুম শুরু হয়ে গেলে কী হবে, তা সহজেই অনুমেয়।
প্রথম দিনেই রোনাল্ডোর জার্সি বিক্রি করে ৪১১ কোটি ২১ লক্ষ টাকা বাজার থেকে তুলে নিয়েছে জুভেন্তাস! স্পেন মাতিয়ে আসার পরে এবার ইতালি মাতাতে আসছেন রোনাল্ডো, তা এই টাকার অঙ্ক থেকেই পরিষ্কার।
অ্যাডিডাসের নতুন জার্সিতে রোনাল্ডোকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ভক্তরা। প্রথম দিনেই অনলাইনে রোনাল্ডোর ৫ লক্ষ জার্সি বিক্রি হয়েছে। অ্যাডিডাসের নিজস্ব দোকান থেকেই এক ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ২০ হাজার জার্সি। দুই ধরনের জার্সি বিকোচ্ছে দু’ রকম অঙ্কে। এক ধরনের জার্সি বিক্রি হচ্ছে ১০৪ ইউরোয়। অপরটি ৪৫ ইউরোয়।
২০১৬ সালে জুভেন্তাস সর্বোচ্চ ৮ লক্ষ জার্সি বিক্রি করেছিল। এবার প্রথম দিনেই বিক্রি হয়ে গিয়েছে ৫ লক্ষ। ফলে বছর দুয়েক আগের রেকর্ডও টপকে যাবে এবার। এমনটাই কিন্তু ইঙ্গিত।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১৯,২০১৮)