রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন বৃহস্পতিবার (১৯ জুলাই)।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
১২ দিনের চিকিৎসা সফর শেষে বুধবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৭ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতি (৭৪) দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ১৯, ২০১৮)