চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে প্রচণ্ড গরমে ১১ বন্দি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দিরা অসুস্থ হতে শুরু করেন বলে জানিয়েছেন ডেপুটি জেলার ফরহাদ হোসেন। তিনি জানান, বন্দিরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল কারাগারেই চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ রাত সাড়ে ১১টা পর্যন্ত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরহাদ হোসেন জানান, অতিরিক্ত বন্দি থাকার কারণেই এ অবস্থা হয়েছে। ২৫০ জন ধারণক্ষমতার জেলা কারাগারে বর্তমানে সহস্রাধিক বন্দি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক জানান, হাসপাতালে বন্দিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রচণ্ড গরম থেকেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ২০, ২০১৮)