সুনামগঞ্জে নৌকাডুবিতে নিহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে মরা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক যুবক।
শুক্রবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার মাইজবাড়ি মরানদীতে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে পৌর শহরের মল্লিকপুরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত আনিস চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী (৩৩) একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সুরমা নদীতে বেড়াতে যান। এ সময় সঙ্গে ছিল তার বন্ধু শফিক মিয়া।
বিকাল সাড়ে ৪টার দিকে শহরতলির মাইজবাড়ি এলাকায় সুরমা নদী সংলগ্ন মরা নদীতে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সাঁতার না জানা রাজীব ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার বন্ধু শফিক।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রাম পার্শ্ববর্তী মরানদীতে বেড়ানোর সময় নৌকাডুবিতে রাজীব চৌধুরী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁতার না জানার কারণে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)