রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর মহানগর আমির অ্যাডভোকেট আবু মো. সেলিম (৫০) ও মতিহার থানা জামায়াতের আমির ওয়ালিউল ইসলাম টিপুকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আবু মো. সেলিমকে নগরীর কলাবাগান এলাকায় তার বাড়ি থেকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। আর রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ ওয়ালিউল ইসলাম টিপুকে মিজানের মোড় থেকে গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম গণমাধ্যমকে জানান, জামায়াত নেতা সেলিমের বিরুদ্ধে জেলার পুঠিয়া থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে টিপুর বাড়ি নগরীর ডাশমারি এলাকায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ তাকে মিজানের মোড় থেকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, টিপুর বিরুদ্ধে আরএমপির কাটাখালি থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কাটাখলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে জামায়াতের এই দুই নেতাকে আদালতে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)