দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৯ জনসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।

মিসৌরি অঙ্গরাজ্যে জনপ্রিয় পর্যটন এলাকার টেবিল রক লেকে বৃহস্পতিবার (১৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। খবর- বিবিসি।

মিসৌরির গভর্নর মাইকেল পারসন বলেছেন, নৌকাটিতে ৩১ জন যাত্রী ছিল। সেখানে ১১ সদস্যের একটি পরিবারও ছিল। লেকের মধ্যে নৌকাটি ডুবে গেলে ওই পরিবারের ৯ সদস্যসহ ১৭ জন মারা যান।

বেঁচে যাওয়া ওই পরিবারের একজন নারীর নাম টিয়া কোলম্যান। তিনি বলেন, নৌকার ক্যাপ্টেন যাত্রীদের লাইফ জ্যাকেট পরা থেকে বিরত থাকতে বলেছিলেন।

কোলম্যান বলেন, আমার সন্তান, স্বামী, শ্বশুর-শাশুড়ি, আংকেল, বোন এবং ভাগিনা মারা গেছেন। আমি বেঁচে আছি কিন্তু এটি খুব বেদনাদায়ক।

মিসৌরি হাইওয়ে পেট্রল জানিয়েছে, নিহতদের বয়স এক থেকে ৭০ পর্যন্ত।

নৌকাটির নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)