ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হোসেন আলী (১৫) নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২০ জুলাই) রাত ১১টা দিকে আহত অবস্থায় ঠাকুরগাঁও শহরে আনার পথে তার মৃত্যু হয়।

নিহত হোসেন আলী উপজেলার গেদুরা ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তফার ছেলে। সে ভরনিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র।

উপজেলার গেদুরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্কুলছাত্র হোসেন আলী শুক্রবার বিকাল পর্যন্ত বাড়িতে ছিল। সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দক্ষিণে ডাবরি সীমান্ত এলাকায় যায়। ওই সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে সীমান্তের বিপরীতে ভারতের নারগাঁও বিএসএফ চৌকির টহল দল। এ সময় বিএসএফের বুলেটে হোসেন আলী গুরুতর আহত হয় এবং অন্যরা ফিরে আসে। আহত স্কুলছাত্রকে উদ্ধার করে ঠাকুরগাঁও শহরে আনার পথে রাত ১১টার দিকে হোসেন আলী ঠাকুরগাঁও রোড এলাকায় তার মৃত্যু হয়।

হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর হোসেন আলীর দাফন সম্পন্ন হবে।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও লে. কর্নেল মোহাম্মদ হোসেন জানান, গরু ব্যবসায়ীর লাশ নিয়ে আসার জন্য পতাকা বৈঠক চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২১, ২০১৮)