মৌসুমীর স্বামী রানা জানান, ২০১০ সালে নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের ফজর আলীর মেয়ে মৌসুমীর সাথে তার বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হয়নি।
গত এপ্রিল মাসে তার স্ত্রী সন্তান ধারণ করেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে নওগাঁর একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসোনোগ্রাম করার পর জানতে পারেন তার পেটে ৬টি সন্তান রয়েছে। এরপর থেকে এক গাইনী ডাক্তারের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
হঠাৎ গত শুক্রবার বিকেলে তার স্ত্রী মৌসুমী অসুস্থ্য হয়ে পড়েন এবং সন্ধ্যায় বাসায় একটি মৃত সন্তান প্রসব করেন।
এরপরই মৌসুমীকে শুক্রবার রাত ৮টার দিকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকাল ৯টার দিকে পর পর আরো ৫টি মৃত সন্তান প্রসব করেন তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২১, ২০১৮)